ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগের প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন অনেক দেশের প্রতিনিধি। এ সময়ে বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও অংশ নেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিনে নেতানিয়াহুর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধি অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এ সময় তাদের মধ্যে আরব ও মুসলিম দেশগুলোর অধিকাংশ, আফ্রিকার কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরাও ছিলেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তার সহকর্মীদের সঙ্গে ওয়াকআউট করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, নেতানিয়াহুর সামনের আসনগুলো প্রায় ফাঁকা ছিল।
ড. ইউনূস তার ভাষণে ফিলিস্তিনের পরিস্থিতি তুলে ধরে বলেন, “শিশুরা না খেয়ে অকালে মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচার হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে একমত যে, সবার চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস ক্ষমা করবে না।”
ড. ইউনূস ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।