ডিজিটাল ন্যায়সংগত ভবিষ্যৎ গঠনে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের আরেকটি অর্জন। জাতিসংঘের তথ্য সমাজ সম্মেলন (WSIS) পর্যালোচনা ওয়ার্কিং গ্রুপের সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) চিফ এক্সিকিউটিভ অফিসার এ এইচ এম বজলুর রহমান।
আগামী ১৬–১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চস্তরের বৈঠকে WSIS এজেন্ডার অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণ করা হবে। ওই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন এ এইচ এম বজলুর রহমান।
তিনি এশিয়া–প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (APrIGF)–এর WSIS+20 পর্যালোচনা গ্রুপের সদস্যও। ফলে আঞ্চলিক ডিজিটাল শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও ভবিষ্যতমুখী নীতিমালা এগিয়ে নেওয়ার আরও বৃহত্তর সুযোগ তৈরি হলো তার জন্য।
২০০০ সাল থেকে WSIS প্রক্রিয়ায় সক্রিয় থাকার ফলে বজলুর রহমান বৈশ্বিক পর্যায়ে ন্যায়সংগত ডিজিটাল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অনবরত কাজ করে যাচ্ছেন। তার এই নতুন ভূমিকা বাংলাদেশের ডিজিটাল নেতৃত্বকে বিশ্বমঞ্চে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবার জাতিসংঘের তথ্য সমাজ সম্মেলন পর্যালোচনার সদস্য হওয়ায় ডিজিটাল রূপান্তর, মানবকেন্দ্রিক উদ্ভাবন ও বর্তমান যুগের জটিল ডিজিটাল পরিবেশে সম্মিলিত চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় একটি অগ্রগতিশীল আঞ্চলিক অবস্থান গঠনে অবদান রাখবেন বলেও আশা প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



