জাতীয় কবির নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে

জুমবাংলা ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৫টায় তিনি অগ্নিদগ্ধ হয়েছেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. শাওন বিন রহমান জানান, বাবুল কাজীকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাসার বাথরুমে গ্যাসলাইটার বিস্ফোরণে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

রাস্তায় বালু নিয়ে খেলছিল চার বছরের শিশু, ডোবায় ফেলে দিলেন শিক্ষক