
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনী পরিবেশে প্রশাসনকে সক্রিয় ও নিরপেক্ষ রাখতে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলো হলো— নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনের এক জেলা থেকে অন্য জেলায় একাধিক ডিসিকে বদলি করা হয়েছে। বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান গেছেন নোয়াখালীতে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হয়েছেন হবিগঞ্জের ডিসি, আর ভোলার ডিসি মো. আজাদ জাহান দায়িত্ব নিয়েছেন গাজীপুরে।
এছাড়া বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম হয়েছেন ঢাকার ডিসি, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম গেছেন গাইবান্ধায়, আর খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান এখন থেকে বগুড়ার দায়িত্বে থাকবেন।
অন্যদিকে, নতুন মুখ হিসেবে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ নিয়োগ পেয়েছেন বরগুনার ডিসি হিসেবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম হয়েছেন সিরাজগঞ্জের ডিসি,
বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ গেছেন মাগুরায়,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ হয়েছেন পিরোজপুরের ডিসি,
এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতার হয়েছেন সাতক্ষীরার ডিসি — যা জেলাটির ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ হিসেবে বিশেষভাবে আলোচিত।
তালিকায় আরও আছেন—
স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন (বাগেরহাট),
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার (খুলনা),
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেন (কুষ্টিয়া)
এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান (ভোলা)।
এই রদবদলকে প্রশাসনিক মহল দেখছে নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে গতি ও ভারসাম্যপূর্ণ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



