জাতীয় পার্টি (জাপা)-কে রক্ষা করার দায়িত্ব এখন গণতন্ত্রের স্বার্থে বিএনপির, এমন মন্তব্য করেছেন জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শামীম পাটোয়ারী বলেন, অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন, যদিও বিষয়টি ইতোমধ্যে স্তিমিত হয়ে গেছে। এ জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি।
তিনি বলেন, যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও নিষেধাজ্ঞা থাকে, তাহলে নির্বাচনিী মঞ্চে বিষয়টি প্রভাব ফেলবে মূল তিন রাজনৈতিক দলের ওপর।এ ক্ষেত্রে আসনের ভাগাভাগি হতে পারে ২০০ বিএনপি, ৫০-৫০ অন্যান্য। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে। কারণ, অন্যান্য দলগুলো বলবে, আমাদের আরও ১০০ আসন না দিলে আমরা ভোটে যাব না। এতে বিএনপি রাজনৈতিক পাপেট হয়ে পড়তে বাধ্য হবে।
শামীম পাটোয়ারী বলেন, রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ প্রয়োজন। তিনি জিয়াউর রহমানের উদাহরণ তুলে ধরেন, যেখানে ২১ আগস্টের পর দুই বছরের ‘কুলিং পিরিয়ড’ বজায় ছিল। ফলে বিএনপির ওপর আওয়ামী লীগ কিন্তু আটের ভোটের পরেই তাৎক্ষণিক নির্যাতন শুরু করেনি। এটি পরে শুরু হয়। এই ‘কুলিং পয়েন্ট’টাই বাংলাদেশে এখন খুবই দরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।