স্পোর্টস ডেস্ক: জাতীয় ‘ব্যুত্থান’ সহ-প্রতিযোগিতা ২০২২ সম্প্রতি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সমাপ্ত হয়েছে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ‘ব্যুত্থান’ মার্শাল আর্টের এবারের জাতীয় প্রতিযোগিতায় ২৬ টি জেলার ব্যুত্থানচারীগণ অংশগ্রহণ করেন। ছয়টি ওজন বিভাগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে ‘খালি হাতে ইভেন্টের’ পাশাপাশি ব্যুত্থান লাঠি খেলা ও ব্যুত্থান অস্ত্রের প্রদর্শনী দেখানো হয়। প্রতিযোগিতায় মোট ১০৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতাটি পরিচালনার দায়িত্বে ছিলেন ৯ জন আম্পায়ার, ৩ জন রেফারী এবং ১৪ জন কর্মকর্তা।
উল্লেখ্য যে, পৃথিবীতে সর্বপ্রথম ‘সহ-প্রতিযোগিতা’ পদ্ধতির প্রচলন এনেছে ব্যুত্থান।
ডিসকাভারি চ্যানেল প্রচারিত সুপার হিউম্যান, বিশ্ব রেকর্ডধারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্রান্ডমাস্টার ম্যাক ইউরী বজ্রমুনি (www.vajramunee.org) দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ব্যুত্থানচারীদের বিশেষ প্রদর্শনীর মাধ্যমে প্রতিযোগিতা উদ্বোধন হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলমগীর হোসেন, ডিজি, কাস্টম ইন্টেলিজেন্স এবং উপদেষ্টা, সত্যপণ জানা শিক্ষাশ্রম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ম্যাক ইউরী বজ্রমুনি।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রচলিত প্রতিযোগিতার পদ্ধতির পরিবর্তে ব্যুত্থান কমব্যাট স্পোর্টস পৃথিবীতে সর্ব প্রথম, মহানুভবতা ও সহযোগিতামূলক আত্মউন্নয়ন দর্শনের আলোকে যুগান্তকারী ‘সহ-প্রতিযোগিতা’ পদ্ধতির প্রচলন করেছে।
বক্তরা আরও বলেন, ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশ হচ্ছে পদ্ধতিগত আত্মরক্ষার মূল কৌশল, তথা মার্শাল আর্টের উৎপত্তি স্থল এবং পরবর্তিতে এই শিল্প উৎকর্ষতা লাভ করে চীনের শাওলিন টেম্পলে। কয়েক হাজার বছরের মাঝে সিন্ধু সভ্যতার মার্শাল আর্টের প্রসারমান শিল্প কালক্রমে তার ঐতিহ্য হারিয়ে ফেলে। ব্যুত্থান মূলত একটি সংস্কৃত শব্দ যা এখন বাংলা ভাষাতে ব্যবহৃত হচ্ছে। এর অর্থ হচ্ছে ‘স্বাতন্ত্রের সাথে প্রতিরোধ’ অথবা ‘জাগ্রত হওয়া’ অথবা ‘উত্থান লাভ করা’।
ব্যুত্থান বাংলাদেশের একটি কমব্যাট স্পোর্টস যা বর্তমানে পৃথিবীর বহু দেশে অনুশীলন করা হচ্ছে। ব্যুত্থান মার্শাল আর্ট প্রাচীন ঐতিহ্যের ধারক, একটি বাস্তবসম্মত আত্মরক্ষামূলক পদ্ধতি এবং ব্যক্তিগত সাফল্য সহায়ক একটি আধুনিক ক্রীড়া। বস্তুত ব্যুত্থানকে দ্বন্দ্ব নিরসনকারি এবং জ্ঞান আলোক সঞ্চালনের মহান শিল্প হিসেবে অভিহিত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।