জুমবাংলা ডেস্ক: সংসদের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করতে জাতীয় সংসদ এবং বিপিজেএ’র সদস্যদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিস চৌধুরী।
তিনি আজ পূর্বাচল ক্লাবে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ফ্যামেলি ডে-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, মৃণাল কান্তি দাস এমপি বক্তব্য রাখেন।
স্পিকার বলেন, জাতীয় সংসদের তথ্য ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে।
সাংবাদিকদের মিলন মেলায় উপস্থিত হতে পারা সত্যি আনন্দের বিষয় বলে তিনি উল্লেখ করেন।
বিপিজেএ সহ-সভাপতি মশিউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিপিজেএ এর সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সর্দার, যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক উত্তম চক্রবর্তীসহ বিপিজেএ’র সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।