Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, রাঙ্গামাটি সমাজ সেবার উপ-পরিচালক মো. ওমর ফারুক, রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলরগণ, রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তাগণ।
জনসাধারণকে সকল জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রাপ্তি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করে তা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।