স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের জার্সিতে খেলতে চান না ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমনই তথ্য জানিয়েছেন দেশটির অফ স্পিনার হরভজন সিং।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ধোনিকে নিয়ে এক ভক্কের প্রশ্নের উত্তরে এই অফ স্পিনার বলেন, দেখ তোমাকে এটা জানতে হবে যে ধোনি আদৌ ভারতীয় দলের হয়ে খেলতে চায় কিনা! আমার যতটা মনে হয় ধোনি আর ভারতীয় দলের হয়ে খেলতে চায় না। আমার মনে হয় সে জানত, ২০১৯ সালের বিশ্বকাপ ভারতের জার্সিতে শেষ টুর্নামেন্ট ছিল।
তবে ৩৮ বছর বয়সী ধোনি আইপিএলে খেলা চালিয়ে যাবেন বলেই মনে করেন হরভজন সিং। কিন্তু জাতীয় দলে ফেরা একটু কঠিন বলেই জানান হরভজন।
ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী এ অধিনায়ককে। ভারতীয় বোর্ড তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে দিয়েছে।
নির্বাচকরা পরোক্ষভাবে জানান দিয়েছেন, জাতীয় দলে ফিরতে হলে বর্তমান পারফরম্যান্সকে গুরুত্ব দেয়া হবে। এ অবস্থায় আইপিএল ছিল ধোনির কাছে জাতীয় দলে ফেরার একমাত্র হাতিয়ার। কিন্তু করোনার কারণে এ বছর আইপিএল অনুষ্ঠিত হওয়া সন্দেহ দেখা দিয়েছে। এতে স্বাভাবিকভাবেই জাতীয় দলে ফেরার রাস্তা ধোনির জন্য আরও কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।