Advertisement
স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে জাতীয় দলে এখন প্রতিযোগিতা অনেক বেশি। একই পজিশনে অনেক খেলোয়াড় থাকায় প্রতিযোগিতার মাত্রটাও বেড়ে গেছে অনেক। আর এই প্রতিযোগিতার মধ্যেও সাদা পোশাকে বাংলাদেশ টেস্ট দলে জায়গা করে নিতে মরিয়া আশরাফুল।
এক সময় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন আশরাফুল। এখন সেই আশরাফুল ব্রাত্য। দল পাচ্ছেনা এবারের বিপিএলেও।
তবে বাংলাদেশের ক্রিকেটে প্রথম সুপারস্টার আশরাফুল এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার। সম্প্রতি অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যেখানেই খেলি সেটা আমাকে সাহায্য করে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে জাতীয় দলে ফেরার সুযোগ হতে পারে। আমি এখনো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।