প্রবাস ডেস্ক: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আজ (১৫ আগস্ট) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারত শাখা।
দিবসটি উপলক্ষে বিকালে ভারতের পাঞ্জাব প্রদেশে অবস্থিত চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রেস্তোরাঁয় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
যুবলীগের ভারত শাখার নেতাকর্মীরা এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে এক দোয়া করেন।
যুবলীগের ভারত শাখার সমন্বয়ক রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, পংকজ সূত্রধর, শুভ্র প্রসূন পাল, শাকিল আহমেদ, হাসান খান, ধ্রুব সরদার, নাজিমুদ্দিন এবং সঞ্জয় কুমার ধর।
এছাড়াও দিবসটি উপলক্ষে ভারতের বিভিন্ন প্রদেশে অবস্থানরত যুবলীগের ভারত শাখার নেতাকর্মীরা রাত ১০টায় এক অনলাইন আলোচনা সভায় অংশগ্রহণ ককরেন।
সভায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারন সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরওয়ার হোসেন ও উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিনের নেতৃত্বে ভারতে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ভারত শাখা যুবলীগের নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।