জুমবাংলা ডেস্ক : চলতি বছরের নভেম্বর শেষে বাংলাদেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা গত বছরের শেষ থেকে প্রায় এক কোটি বেড়েছে। ২০২২ সালের শেষে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি থাকলেও নভেম্বর শেষে তা বেড়ে ১৯ কোটি ছাড়িয়েছে। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশে মোবাইলের গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে।
বাংলাদেশে বর্তমানে ৪টি মোবাইল কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিটিআরসির তথ্য মতে নভেম্বর শেষে মোবাইল ফোন অপারেটর অনুযায়ী গ্রাহক সংখ্যা হলো গ্রামীণফোনের ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবি আজিয়াটার ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার এবং টেলিটক বাংলাদেশের গ্রাহক সংখ্যা ৬৪ লাখ ৬০ হাজারে।
উল্লেখ্য ২০২২ সালের ডিসেম্বর শেষে বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল ১৮ কোটি ২০ লাখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।