চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। আগামী ২৬ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এদিকে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না লিটন দাস ও সাকিব আল হাসান।
বিয়ের জন্য শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না লিটনের। অন্যদিকে পবিত্র হজ্জ পালনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছেন সাকিব। তবে এখনো সাকিবের ছুটি মঞ্জুর করেনি বিসিবি। সাকিব না গেলে তার বিকল্প কে হচ্ছেন?
সাকিব শ্রীলঙ্কা সফরে না গেলে তার বিকল্প হিসেবে লঙ্কান সফরে দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তাকে বিবেচনায় রেখেছে বোর্ড। সর্বশেষে ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন তাইজুল।
বর্তমানে ডঃ কে থিম্মাপায়া স্মৃতি মাল্টি ডে অল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টে বিসিবি একাদশের হয়ে খেলছেন তাইজুল। ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেট শিকার করেন তাইজুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।