বছরের শুরুতেই বাংলা চলচ্চিত্রে নেমে এসেছে শোকের ছায়া। এই জানুয়ারিতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মৃত্যুবরণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান।
অঞ্জনা রহমানের মৃত্য দুই দিন যেতে নয়া যেতেই আরও এক মৃত্যর খবর আসে। রোববার (৫ জানুয়ারি) রুপালি পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নতুন বছরের শুরুর মাসে এই দুই তারকা ছাড়াও আরও অনেক গুণী শিল্পীদের হারিয়েছে ঢাকাই চলচ্চিত্র। সেই কাতারে আছেন জাফর ইকবাল, নাসির খান, অমল ভোষ, সুমিতা দেবি সহ আরও অনেকেই।
চলতি মাসে বিদায় নেয়া শিল্পীদের জন্য আগামীকাল রোববার বাদ আসর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য সনি রহমান আরটিভিকে বলেন, আমাদের সিনিয়র শ্রদ্ধেয় শিল্পীরা যারা আল্লাহ ডাকে চলে গিয়েছেন তাদের জন্য আমরা সমিতি প্রতিমাসেই এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি। সবাই তাদের জন্য দোয়া করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।