দেশের মূল্যস্ফীতি নিয়ে চাপে রয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এবং কষ্ট পাচ্ছে সাধারন মানুষ। মূল্যস্ফীতির কারণে দেশের অর্থনীতি নাজুক পর্যায়ে রয়েছে।
তবে মূল্যস্ফীতি বর্তমানে খানিকটা নিচের দিকে নেমেছে। যদি শেষ চার মাস হিসাব করা হয় তাহলে তা এক অঙ্কের ঘরে নেমেছে। সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৯.৯৪ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতির কথা বলা হলে তা কমে হয়েছে ১০.৭২ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত হওয়া হালনাগাদ তথ্যে মূল্যস্ফীতির আপডেট হওয়া ইনফো উল্লেখ রয়েছে। এ তথ্য অনুযায়ী টানা ১০ মাস যাবৎ মূল্যস্ফীতি ১০ শতাংশের আশেপাশে অবস্থান করছে। যদিও গত মাসের তুলনায় এটি কিছুটা কমেছে।
বিবিএসের তথ্যমতে, গত বছরের মার্চের পর খাদ্য মূল্যস্ফীতি আর এক অঙ্কের ঘরে নামেনি। খাদ্য মূল্যস্ফীতি বেশি থাকায় স্বল্প আয়ের মানুষ দীর্ঘ সময় ধরে চাপে রয়েছেন। গত বছরের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ। ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। এ ছাড়া গত মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে নয় দশমিক তিন দুই শতাংশে পৌঁছেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।