Advertisement
জুমবাংলা ডেস্ক : আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অধীনস্থদের প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন মালিকদের। বিশেষ করে রমজানে অধীনস্থদের কাজ কমিয়ে দেওয়া প্রধানদের জন্য আবশ্যকীয়। রমজানে কর্মীদের প্রতি সদয় ব্যক্তির জন্য আল্লাহর রাসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নিজের পবিত্র জবানে তিনি বলেছেন, ‘রমজানে যে ব্যক্তি তার অধিনস্তদের কাজ হালকা করে দিবে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। (শুআবুল ইমান; বায়হাকি)
আল্লাহর রসুল সা. আরেক হাদিসে বলেছেন, ‘যার মধ্যে তিনটি গুণ থাকবে, আল্লাহ তার ওপর রহমতের ডানা প্রসারিত করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ১. দুর্বলের সঙ্গে নম্র ব্যবহার, ২. পিতা-মাতার সঙ্গে মমতা জড়ানো কোমল ব্যবহার এবং ৩. দাস-দাসীর প্রতি সদাচরণ।’ (তিরমিজি)
হাদিসে দেওয়া সুসংবাদের প্রতি লক্ষ করে রমজানে অধীনস্থদের প্রতি সদয় হওয়া। কাজ কমানো ও খাবার খাওয়ানোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষভাবে বাসা-অফিসের দারোয়ান ও পরিচারক-পরিচারিকাদের প্রতি খেয়াল করা।
এ মাস রহমত-বরকত-মাগফিরাতের মাস। এ মাসে সবার ওপর রহমত বর্ষিত হয়। আমলের সাওয়াব বাড়িয়ে দেওয়া হয় কয়েকগুণ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করলো সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো। আর যে এ মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসের ৭০টি ফরজ আদায় করলো। (শুআবুল ঈমান : ৩/৩০৫-৩০৬)
এ মাসে কর্মীদের কাজ কমিয়ে আমলের সুযোগ করে দিলে প্রধানরাও পাবেন বিশেষ সওয়াব। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সৎ কর্মের পথ দেখাবে সে সৎকর্মকারীর সমান সওয়াব পাবে। (সহিহ মুসলিম; ১৮৯৩)
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.