Advertisement
জুমবাংলা ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে আজ বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। বিকেল ৩টায় থাইল্যান্ডের চুনবুরিতে জাপানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। ভালো খেলার আশা নিয়ে মাঠে নামলেও ৯-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দুই ম্যাচ হারল তারা।
নারী ফুটবলে জাপান এশিয়ার অন্যতম পরাশক্তি। ২০১৭ সালে এই টুর্নামেন্টেও জাপান ছিলো বাংলাদেশের গ্রুপে। বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছিল জাপান। আর এবারও সহজে জাপানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এ প্রতিযোগিতায় এ নিয়ে জাপানের কাছে টানা দ্বিতীয়বার হারল বাংলাদেশ।
এবারের মতো গতবারও ৯ গোল হজমের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল মেয়েদের। গতবার উত্তর কোরিয়ার কাছে গ্রুপ পর্বে ৯-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।