জাপানের পূর্ব আওমোরি প্রিফেকচারে স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আওমোরি, ইওয়াতে এবং হোক্কাইডো প্রিফেকচারের উপকূলীয় অঞ্চলে এরইমধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, ইওয়াতে প্রিফেকচার উপকূল, হোক্কাইদোর মধ্য প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চল এবং আওমোরি প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা দিতে পারে।
মিয়াগি এবং ফুকুশিমা প্রিফেকচারের উপকূল, আওমোরি প্রিফেকচারের জাপান সাগর উপকূল এবং হোক্কাইদোর পশ্চিম ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে এক মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪৩ মিনিটে আওমোরোই প্রিফেকচারের মুৎসু ওগাওয়ারা বন্দরে প্রায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি লক্ষ্য করা গেছে।
প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে যে, এ ভূমিকম্পের ফলে জাপান ও রাশিয়ার উপকূল বরাবর কেন্দ্রস্থলের ১,০০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ আসতে পারে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার (৩০ মাইল)।
যদিও প্রাথমিকভাবে জাপানের আবহাওয়া সংস্থা এই ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানিয়েছিল। তাৎক্ষণিকভাবে সোমবারের এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি, যেখানে কমপক্ষে প্রতি পাঁচ মিনিটে একটি কম্পন অনুভূত হয়।
ttps://inews.zoombangla.com/dhaka-central-university/
এদিকে পূর্ব জাপান রেলওয়ে ওই অঞ্চলে কিছু ট্রেন পরিষেবা স্থগিত করেছে, যেখানে ২০১১ সালের মার্চ মাসে ৯ মাত্রার বিশাল ভূমিকম্প আঘাত হানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



