জুমবাংলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল ডিপার্টমেন্ট, হল, ইনিস্টিউট, টিএসসি ও মসজিদের নৈশপ্রহরীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদেরকে কম্বল উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এ শীতবস্ত্র বিতরন কর্মসূচি শুরু করে ছাত্রশিবির।
শুক্রবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাবি শাখা শিবিরের সভাপতি হারুন অর রশিদ রাফি।
তিনি বলেন, ঢাকার অন্যান্য অঞ্চলের তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অঞ্চল তুলনামূলকভাবে বেশি শীতপ্রবণ। এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এই ঠান্ডা মোকাবিলায় আর্থিকভাবে কম সামর্থ্যবান। জাবি ছাত্রশিবির সে কথা মাথায় রেখে শীতের শুরুতেই তাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছে। ভবিষ্যতে তাদের যেকোনো সাহায্যেও ছাত্রশিবির এগিয়ে আসবে। আমরা চাই অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোও এমন কাজে এগিয়ে আসুক।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে জাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুহিবুর রহমান মুহিব, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকী, শাখা শিবিরের সদস্য রাকিব হোসাইন, তৌহিদুর রহমানসহ শাখা শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।