শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচনী সহিংসতায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের (৪০) মৃত্যুর ঘটনায় তিন দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী থানায় নিহতের স্ত্রী মারজিয়া (৩৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২৩৪ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে জামায়াতে ইসলামী এই ঘটনায় আইনগত লড়াই চালিয়ে যাবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এদিকে, রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শেরপুর জেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে শহরের মাইসাহেবা মসজিদের সামনে থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মিছিলটি শুরু করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেটে গিয়ে শেষ হয়।
ডিসি গেটে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। সমাবেশে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর-২ আসনের প্রার্থী গোলাম কিবরিয়া, জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুজ্জামান মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, রেজাউল করিমের হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে জেলায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে, ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এবং ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


