Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home জামায়াতে ইসলামীর ৫ দফা গণদাবি পেশ, পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
    জাতীয় ডেস্ক
    জাতীয় স্লাইডার

    জামায়াতে ইসলামীর ৫ দফা গণদাবি পেশ, পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান

    জাতীয় ডেস্কArif ArifArmanOctober 13, 20253 Mins Read
    Advertisement

    ৫ দফা গণদাবি পেশদেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলা শাখা রোববার ৫ দফা যৌক্তিক দাবি পেশ করেছে। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক স্মারকলিপি জমা দিতে গিয়ে জানান, দেশের জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় দলটি বদ্ধপরিকর।

    স্মারকলিপিতে দেশব্যাপী রাজনৈতিক সংহতি ও স্থিতিশীলতার জন্য ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়ন এবং নাগরিক অধিকার সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।

    জাফর সাদেক বলেন, “পিআর পদ্ধতি চালু হলে সব দল, বিশেষ করে সংখ্যালঘু ও নতুন দলগুলোর জন্য নির্বাচন হবে ন্যায়সঙ্গত এবং সুষ্ঠু। আমাদের ৫ দফা গণদাবি বাস্তবায়িত হলে দেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা অনেকগুণ বৃদ্ধি পাবে।”

    তিনি আরও উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটাপন্ন। তাই মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং সুষ্ঠু রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। স্মারকলিপি জমার মাধ্যমে জামায়াতে ইসলামী সকল দলের জন্য অবাধ মতপ্রকাশ ও নির্বাচনের ন্যায়সঙ্গত সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

    চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা বদরুল হক ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি জেনারেল আব্দুল জাব্বারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারের মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস প্রমুখ।

    প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণের দাবি আদায়ে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো বিকল্প নেই। জামায়াতের এই ৫ দফা দাবি দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার সংক্রান্ত সংশয় দেখা দিয়েছে। পিআর পদ্ধতি চালু হলে ভোটাররা তাদের প্রতিনিধিদের সঠিকভাবে বেছে নিতে পারবেন। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, জামায়াতে ইসলামী সব বাধা-বিপত্তি উপেক্ষা করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

    সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ না থাকলে কোনো দলই জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারবে না। আমাদের পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে দাবিগুলো পূরণে সবরকম পদক্ষেপ নেওয়া হবে।

    তিনি আরও বলেন, আমরা আশা করি, স্মারকলিপিতে উল্লিখিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক সাড়া দেওয়া হবে। এর মাধ্যমে রাজনৈতিক পরিবেশ উন্নত হবে এবং নতুন প্রজন্মের প্রতি রাজনৈতিক বিশ্বাস বাড়বে।

    এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট নাছের, উত্তর জেলা সাংগঠনিক সেক্রেটারি ও সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, মাওলানা নুরুল হোসাইন, কোতোয়ালি থানা আমির আমির হোছাইন, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম এবং সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

    চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট থেকে মিছিল সহকারে লালদিঘী মোড়, কোতোয়ালি মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নেতারা স্মারকলিপি দেন।

    জেলা প্রশাসকের পক্ষে থেকে স্মারকলিপি নেন অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম (সার্বিক) মুহাম্মদ শরিফ উদ্দিন। এতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম নগর সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা সেক্রেটারি জেনারেল মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার প্রমুখ।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও ‘জাতীয় ৫ আহ্বান ইসলামীর গণদাবি জামায়াতে জুলাই দফা পদ্ধতি পিআর পেশ বাস্তবায়নের সনদ স্লাইডার
    Related Posts
    মির্জা ফখরুল

    চাপিয়ে দেওয়া কোনো কিছুই এই দেশের মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল

    October 13, 2025
    যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    চট্টগ্রামে নোঙর করা তেল সরবরাহকারী জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    October 13, 2025
    জিডিপি বাড়তে পারে

    এশিয়ায় আঞ্চলিক বাণিজ্য বাড়লে জিডিপি ১.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে: আইএমএফ প্রধান

    October 13, 2025
    সর্বশেষ খবর
    ৫ দফা গণদাবি পেশ

    জামায়াতে ইসলামীর ৫ দফা গণদাবি পেশ, পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান

    Gaza ceasefire deal

    Gaza Ceasefire Deal Finalized as Trump Heads to Middle East

    Dothan mall shooting

    Alabama Mall Shooting Erupts in Dothan, Prompting Heavy Police Response

    Diane Keaton

    Diane Keaton Death: Friends Reveal Actress’s Final Days and Lasting Legacy

    মির্জা ফখরুল

    চাপিয়ে দেওয়া কোনো কিছুই এই দেশের মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল

    Task show how many episodes

    Task Show Explained: How Many Episodes, What Happens in Episode 6, and Tom Pelphrey’s Role

    যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    চট্টগ্রামে নোঙর করা তেল সরবরাহকারী জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    জিডিপি বাড়তে পারে

    এশিয়ায় আঞ্চলিক বাণিজ্য বাড়লে জিডিপি ১.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে: আইএমএফ প্রধান

    nor’easter weather forecast NJ

    Nor’easter Weather Forecast NJ: Heavy Rain, 60 mph Winds and Coastal Flood Threats Hit Tri-State

    প্রবাসী আটক

    মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকবিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৬২ প্রবাসী আটক

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.