
জুমবাংলা ডেস্ক: জামালপুরের মেলান্দহে নৌকাডুবিতে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে নূর নবী (৩২), একই বাড়ির রমজান আলীর ছেলে শামিম (১০) এবং আল আমিনের মেয়ে আছিয়া খাতুন (৫)।
জানা গেছে, নূর নবীসহ অন্যরা ঈদ আনন্দ উপভোগ করতে বন্যার পানিতে নৌকা ভ্রমণে বের হয়। নৌকা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৬টায় নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ সময় নূর নবী, শামিম ও আছিয়া খাতুন নিখোঁজ হয়। স্থানীয়রা উদ্ধার শেষে তাদের জামালপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


