আন্তর্জাতিক ডেস্ক: জার্মান পার্লামেন্টে আসন সংখ্যা কমানো থেকে শুরু করে একাধিক সংস্কারের পরিকল্পনার কথা জানাল আঙ্গেলা ম্যার্কেলের সরকার। খবর ডয়চে ভেলে’র।
২০২১ সালের নির্বাচনের আগে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল জার্মানির শাসক শিবির। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বা বুন্দেসটাগে আসন সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জার্মান সংসদ এবং নির্বাচনে বেশ কিছু সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে সংস্কার শেষ হবে বলে সরকারের সূত্র জানিয়েছে। মঙ্গলবার প্রায় আট ঘণ্টার বৈঠকের পরে সিদ্ধান্তগুলির কথা জানানো হয়েছে।
জার্মান পার্লামেন্টে দুইটি কক্ষ। বুন্দেসটাগ নিম্নকক্ষ। সেখানে এখন ২৯৯ জন সদস্য নির্বাচিত হন। সংস্কার হলে ২০২১ সালেই সেই সংখ্যাটি কমে ২৮০ হবে। বস্তুত, দুইটি কক্ষ মিলিয়ে এখন জার্মান পার্লামেন্টে আসন সংখ্যা ৭০৯। বিশ্বের সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে এটি সর্বোচ্চ। জনপ্রজাতন্ত্রী চীনের সংসদ অবশ্য সব চেয়ে বড়। দুই হাজার ৯৮০ জন প্রতিনিধি সেখানে বসেন। জার্মানির সরকারের বক্তব্য হলো, যে ভাবে জার্মান পার্লামেন্টের আয়তন বেড়েছে, তা কাজের ক্ষেত্রে সমস্যার কারণ হচ্ছে। সে কারণেই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত নেওয়া অবশ্য সহজ হয়নি। মঙ্গলবার প্রায় আট ঘণ্টা ধরে বৈঠক হয়। ২০১৬ সালের নির্বাচনের পর ২০১৭ সালের মার্চ মাসে জার্মানিতে গ্র্যান্ড কোয়ালিশন বা মহাজোট সরকার গঠন হয়। চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউ, বাভারিয়ার সিএসইউ এবং এসপিডি একত্রে এই মহাজোট সরকার গঠন করেছে। মঙ্গলবার সকলে মিলে বৈঠকে বসেন। সংস্কার নিয়ে প্রচুর বিতর্ক হয়। তারপর স্থির হয়, দুইটি স্তরে সংস্কার হবে। ২০২১ সাল থেকে যা শুরু হবে এবং ২০২৫ সালের মধ্যে শেষ করা হবে।
বুন্দেসটাগের আসন সংখ্যা কমানো ছাড়াও ভোটাধিকারের বয়স নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। স্থির হয়েছে, ১৬ বছর হলেই ভোট দিতে পারবেন জার্মান নাগরিকরা। পাশাপাশি, চার বছরের পরিবর্তে পাঁচ বছরের জন্য সরকার গঠনের প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। বুন্দেসটাগে নারী এবং পুরুষের সমান প্রতিনিধিত্বের বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
সংস্কারের পাশাপাশি করোনা পরিস্থিতি এবং দেশের অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। ঠিক হয়েছে, কম সময়ের জন্য কাজের অধিকার তৈরি করা হবে। সংস্থাগুলিকে বলা হবে, কম সময়ের জন্য পেশাদারদের নিয়োগ করতে হবে। সে ক্ষেত্রে অনেক বেশি সংখ্যক মানুষ কাজের সুযোগ পাবেন। করোনা-কালে বহু মানুষ কাজ হারিয়েছেন জার্মানিতে। সেই সমস্যা মোকাবিলার জন্যই নতুন সিদ্ধান্তের পরিকল্পনা হয়েছে বলে জানা গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।