Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক বন্যায় জার্মানিতে মৃতের সংখ্যা ১৩৩ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এএফপি। এক বিবৃতিতে জার্মানির কোব্লেঞ্জ নগরীর পুলিশ বলছে, সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রিনল্যান্ড-পলেটিনেট অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৯০ জন প্রাণ হারিয়েছেন। পার্শ্ববর্তী নর্থ রিন-ওয়েস্ট ফালিয়ায় বন্যায় আরো ২৪ জনের প্রাণহানি ঘটেছে।
এদিকে, বেলজিয়ামে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ইউরোপে মৃতের সংখ্যা ১৫৩ জনে দাঁড়ালো। উল্লেখ্য, এবার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানির পশ্চিমাঞ্চল। এ অঞ্চলে বন্যার কারণে জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে। সেখানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এ বন্যার সেই অর্থে কোনো পূর্বাভাস ছিল না। এ কারণে আকস্মিক বন্যায় অনেকেই আটকা পড়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।