আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম জার্মানির ডুসেলডর্ফের একটি হাসপাতালে আগুনে একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। খবর ইউএনবি’র।

Advertisement
নগর কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে যে ডুসেলডর্ফের মারিয়েন হাসপাতালে সোমবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৭৭ বছর বয়সী একজন ঘটনাস্থলেই মারা যান।
ডুসেলডর্ফ ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্রিস্টোফার জানান, সাতজন মারাত্মক আহত হয়েছেন। এরমধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


