আন্তর্জাতিক ডেস্ক: জার্মানীতে সরকারি হিসেবে দেখা গেছে, নভেল করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এদিকে দেশটি সতর্কতার সঙ্গে লকডাউন শিথিল করার উদ্যোগ নিয়েছে।
রোগ নিয়ন্ত্রণ বিষয়ক রবার্ট কোচ ইনস্টিটিউ(আরকেআই) এর তথ্যমতে, সংক্রমণের হার আবারো বেড়ে হয়েছে ১.০। কিন্তু মধ্যএপ্রিলে সংক্রমণের হার ০.৭এ নেমে এসেছিল। এছাড়া মৃত্যুহারও দিন দিন বাড়ছে।
আরকেআইয়ের তথ্যমতে, মঙ্গলবার এ হার বেড়ে হয়েছে ৩.৮ শতাংশ।অথচ ফ্রান্সসহ প্রতিবেশী অন্য দেশগুলোর তুলনায় জার্মানীতে এ হার যথেষ্ট কম ছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জার্মানীতে আক্রান্তের সংখ্যা ১৫৬,৩৩৭ জন এবং মারা গেছে ৫,৯১৩ জন।
সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। কারণ কেবলমাত্র দেশটি লকডাউন কিছুটা শিথিল করার উদ্যোগ নিয়েছিল।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান মহামারী নিয়ন্ত্রণে থাকার দাবি করেছিল। চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও রাজ্য প্রধানরা গত সপ্তাহে ছোটখাট দোকান খুলে দিতেও সম্মত হয়। আগামী সোমবার থেকে স্কুলগুলো খুলে দেয়ারও কথা রয়েছে।
তবে মার্কেল রাজ্য সরকারগুলোর প্রতি লকডাউন দ্রুত তুলে না দেয়ার বিষয়ে সতর্ক করেছেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।