Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home জাল সনদে এক ব্যাংকেই চাকরি করছেন ২৭ জন
    অর্থনীতি-ব্যবসা জাতীয়

    জাল সনদে এক ব্যাংকেই চাকরি করছেন ২৭ জন

    December 6, 20224 Mins Read

    জিয়াদুল ইসলাম : ব্যাংকে জাল দলিল ও কাগজপত্র দেখিয়ে শুধু ঋণই মিলছে না, চাকরিও পাওয়া যাচ্ছে। দেশের দুটি বেসরকারি ব্যাংকে অন্তত ২৯ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদে চাকরি করার প্রমাণ মিলেছে। এর মধ্যে একটি ব্যাংকেই জাল সনদে চাকরি করছেন ২৭ জন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য পাওয়া গেছে।
    জাল সনদ
    গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় আগামী ছয় মাসের মধ্যে সব ব্যাংকের কর্মীদের শিক্ষাসনদ যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ব্যাংকে ১০ লাখ টাকা পর্যন্ত জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহককে কোনো প্রশ্ন না করার জন্যও ব্যাংকগুলোকে নির্দেশ দেন গভর্নর আবদুর রউফ তালুকদার। একইসঙ্গে এসএমই ও কৃষিঋণ বিতরণ জোরদার করা এবং আসন্ন রমজানে ডলার সংকটের অজুহাতে নিত্যপণ্যের এলসি জটিলতা তৈরি না করার জন্যও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়। সভায় দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

    সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) থেকে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয়ের ওপর বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। মূলত ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, পদত্যাগ ও সার্ভিস বেনিফিট প্রদান না করা সংক্রান্ত অভিযোগের বিষয়ে এই পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর নথি পর্যালোচনায় ব্যাংকটির দুই কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাল মর্মে প্রমাণ পায় পরিদর্শক দল। এর পরিপ্রেক্ষিতে ওই সনদগুলো যাচাই করার জন্য ব্যাংকটিকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। পরে ব্যাংকের নিজস্ব যাচাইয়েও শিক্ষাগত যোগ্যতার সনদ জাল মর্মে প্রমাণ হয়। এর পর তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

    পরবর্তী সময়ে আরেকটি বেসরকারি ব্যাংকে বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনাকালে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দলের মৌখিক নির্দেশে তাদের কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়, যা বর্তমানে চলমান। গত ১৪ জুলাই ওই ব্যাংকটি থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে জানানো হয়- তাদের অন্তত ২৭ কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ জাল প্রমাণ হয়েছে।

    এ বিষয়ে গতকালের ব্যাংকার্স সভায় উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংক দুটিতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগকালে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যথাযথভাবে যাচাই করা হয়নি মর্মে প্রতীয়মান হয়। একইভাবে অন্যান্য বেসরকারি ব্যাংক কর্তৃক নিয়োগ প্রদানকালে কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। তাই বিদ্যমান প্রেক্ষাপটে সকল বেসরকারি ব্যাংক কর্তৃক কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগকালে তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ যথাযথভাবে যাচাইয়ের বিষয়ে পদক্ষেপ গ্রহণের আবশ্যকতা পরিলক্ষিত হচ্ছে। এমন অবস্থায় ব্যাংকিং খাতকে দুর্নীতিমুক্ত করা, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি সুষম প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে বর্তমানে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের শিক্ষাগত যোগ্যতার সনদ ইতিপূর্বে যাচাই করা হয়নি, তাদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আগামী ছয় মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে যাচাইয়ের জন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া যেতে পারে। এ ছাড়া বেসরকারি ব্যাংক কর্তৃক যে কোনো পর্যায়ের নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের আগে আবশ্যিকভাবে উক্ত কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইকরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।  সভায় এ বিষয়ে ব্যাংকগুলোর এমডিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

    সভা শেষে সাংবাদিকদের বিফ্রি করেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র মো. মেজবাউল হক। তিনি বলেন, সম্প্রতি বেসরকারি ব্যাংকে জাল সনদে চাকরি করার তথ্য পায় বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকার্স সভায় বেসরকারি ব্যাংকগুলোকে তাদের কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ যথাযথভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

    ১০ লাখ টাকা জমার ক্ষেত্রে গ্রাহককে কোনো প্রশ্ন করা যাবে না : কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, সম্প্রতি ব্যাংকে টাকা জমা দিতে গেলে আমানতকারীদের ব্যাংকাররা বিভিন্ন প্রশ্ন করে টাকার উৎস জানতে চান। এতে গ্রাহকরা টাকা জমা দিতে গিয়ে জবাবদিহির মুখে পড়ে বিভ্রান্ত হচ্ছেন। তাই এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জমা দিতে যাওয়া কোনো গ্রাহককে অতিরিক্ত প্রশ্নের মুখোমুখি না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া হুন্ডি বন্ধ করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে যাতে কোনো টাকা পাচার না হয়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তদারকি অব্যাহত রয়েছে। ইসলামী ব্যাংকের ঋণ অনিয়ম নিয়ে এক প্রশ্নের জবাবে মেজবাউল হক বলেন, ঋণ অনিয়মের বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে। এ তদন্ত শেষ হলে মূল ঘটনা জানা যাবে। তিনি জানান, ব্যাংকটির আমানত নিরাপদ রয়েছে। এক্ষেত্র গ্রাহকদের প্যানিকড (আতঙ্কগ্রস্ত) হওয়ার কিছু নেই।

    রমজানে নিত্যপণ্যের এলসি সহজ করার নির্দেশ : কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এজন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ঋণপত্র (এলসি) সহজ করা, বিশেষ করে ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুর, ফলমূল এবং চিনি আমদানি অর্থায়নের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য এমডিদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এলসি খোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের নীতি সহায়তা দেওয়া হবে।

    এ ছাড়া সভায় কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএসই) এবং কৃষি ও পল্লীঋণ খাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ জোরদারে ব্যাংকগুলোর এমডিদের প্রয়োজনীয় দিকনির্দেশা দেন গভর্নর। এ ছাড়া সভায় ব্যাংকগুলো যাতে নিজেদের মধ্যে একচেঞ্জ রেট নিয়ে প্রতিযোগিতা না করে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। সূত্র : দৈনিক আমাদের সময়

    এক বউ নিয়ে দুই স্বামীর যুদ্ধ, প্রথম স্বামীসহ আহত ৪

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘২৭’ অর্থনীতি-ব্যবসা এক করছেন চাকরি জন জাতীয় জাল ব্যাংকেই সনদে
    Related Posts
    কাকরাইল মোড়ে সকালেও

    কাকরাইল মোড়ে সকালেও বিক্ষোভ জগন্নাথ শিক্ষার্থীদের

    May 15, 2025
    দুপুরের মধ্যেই বজ্রসহ

    দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা

    May 15, 2025
    প্রথম তিন মাসে মুনাফায়

    প্রথম তিন মাসে মুনাফায় চাঙ্গা চার ব্যাংক

    May 15, 2025
    সর্বশেষ সংবাদ
    ২১ আগস্ট: রায়ের বিরুদ্ধে
    ২১ আগস্ট: রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু
    Tecno Camon 30 Pro
    Tecno Camon 30 Pro: Price in Bangladesh & India with Full Specifications
    Lava Storm 5G
    Lava Storm 5G: Price in Bangladesh & India with Full Specifications
    iQOO Z9 5G
    iQOO Z9 5G: Price in Bangladesh & India with Full Specifications
    H&M Fashion Evolution
    H&M Fashion Evolution: Leading Sustainable Style Innovation
    কাকরাইল মোড়ে সকালেও
    কাকরাইল মোড়ে সকালেও বিক্ষোভ জগন্নাথ শিক্ষার্থীদের
    হাসান আলী
    পরিবার দিবসে টেকসই ভবিষ্যতের বার্তা
    Samsung Galaxy S23 Ultra
    Samsung Galaxy S23 Ultra: Price in Bangladesh & India with Full Specifications
    Redmi Note 13 Pro
    Redmi Note 13 Pro: Price in Bangladesh & India with Full Specifications
    OnePlus Nord N30 SE
    OnePlus Nord N30 SE: Price in Bangladesh & India with Full Specifications
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.