বিনোদন ডেস্ক : সাধারণ সম্পাদক পদের প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের গোপনে টাকা দেওয়ার অভিযোগ করেছেন সাধারণ সম্পাদক পদের প্রার্থী নিপুণ। তবে এই অভিযোগ নাকচ করেছেন জায়েদ খান।
নিপুণ অভিযোগ করে বলেন, ‘গেটের কাছে দাঁড়িয়ে ভোট দিতে আসা ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। চাদরের নিচ দিয়ে টাকা বের করে ভোটারদের পকেটে ঢুকিয়ে দিচ্ছেন।
আমিসহ আমাদের প্যানেলের কয়েকজন এটা দেখেছে। আমি টাকার অংকটাও বলে দিচ্ছি, সবাইকে দুই হাজার করে দিচ্ছেন তিনি। আমি একবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করে এসেছি। তারা বলল, আমরা বারবার ডেকেছি উনি গেট থেকে সরছেন না। আমরা আবার যাব নির্বাচন কমিশনের কাছে, যদি ব্যবস্থা না নেওয়া হয় আমরা প্রার্থীতা বাতিলের আবেদন জানাব৷’
এ বিষয়ে জায়েদ খানের দৃষ্টি আকর্ষণ করা হলে অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। জায়েদ বলেন, ‘ভোটারদের সঙ্গে দেখা হলে কথা বলতে পারবো না! তাদের প্রার্থীও তো রয়েছে সেখানে, একজন আমার সামনে এসে বলুক আমাকে টাকা দিতে দেখেছেন? আমার বিরুদ্ধে তো অনেক অভিযোগ, আরো একটা অভিযোগ যুক্ত হলো। কী আর করা!’
শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুই প্যানেলই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন। সকাল ৯টায় এফডিসিতে শুরু হয়েছে ভোটদান, চলবে বিকাল ৫টা পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।