জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা-পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির জানালা খুলে হাতে মোবাইল ফোন নিয়ে কাজ করছিলেন জি এম কাদের। এসময় হঠাৎ এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে যান।
আসলাম বলেন, জি এম কাদেরের মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনায় টানা সাতদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ পুলিশ কর্মকর্তা বলেন, ছিনতাইয়ের পর জি এম কাদেরের আইফোন-১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি মাত্র ১৮ হাজার টাকায় বিক্রি হয়। যার কাছে বিক্রি করা হয় তিনি পরে ২০ হাজারে বিক্রি করেন। এরপর তৃতীয় ব্যক্তি ২২ হাজার টাকায় মোবাইল ফোনটি বিক্রি করেন।
গত ৩১ আগস্ট রাতে রাজধানীর উত্তরার বাসায় ফেরার পথে জি এম কাদেরের মোবাইল ফোন ছিনতাই হয়। জাপা চেয়ারম্যানের গাড়ি বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সামনে যানজটে আটকে ছিল। তিনি গাড়ির জানালা খুলে হাতে মোবাইল ফোন নিয়ে কাজ করছিলেন। এ সময় এক ছিনতাইকারী তার ফোনটি ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।