Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ভোরে রোম পৌঁছেছেন। সেখানে তিনি জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবেন। মহামারি করোনাভাইরাস শুরু হওয়ার পর এটি হচ্ছে সরাসরি অংশগ্রহণ করতে যাওয়া প্রথম সম্মেলন। কপ-২৬ জলবায়ু সম্মেলনের জন্য গ্লাসগোতে যাওয়ার আগে তিনি সেখানে গেলেন। খবর এএফপি’র।
ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে বাইডেন শুক্রবার তার বিদেশ সফর শুরু করবেন। এ প্রবীণ ডেমোক্রেট হচ্ছেন জন এফ কেনেডির পর একমাত্র দ্বিতীয় ক্যাথোলিক মার্কিন প্রেসিডেন্ট। তিনি শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রেঁর সাথেও সাক্ষাত করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।