জিম্বাবুয়েকে ১০০ রানে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক : বিস্ফোরক এক সেঞ্চুরি করলেন আভিষেক শর্মা। ঋতুরাজ গায়কোয়াড় ও রিংকু সিংয়ের চমৎকার ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত। মুকেশ কুমার, আভেশ খানের জিম্বাবুয়েকে টি-টোয়েন্টিতে ১০০ রানে জিতেছে ভারত।

২৩৪ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ভারত থামিয়ে দিয়েছে ১৩৪ রানে।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের ১১৫ রান তাড়া করে জিততে পারেনি টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। হেরেছিল ১৩ রানে। ওই হতাশা ভুলে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ান অভিষেক। খুনে ব্যাটিংয়ে খেলেন ৪৭ বলে ১০০ রানের ইনিংস।

ঋতুরাজ ৭৭ রান করে থাকেন অপরাজিত। ২২ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন রিংকু। বোলারদের একের পর এক ছোবলে পঞ্চাশ ছোঁয়া একটি জুটিও পায়নি জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪১ রান আসে জঙ্গুয়ে ও ওয়েসলি মাধেভেরের জুটিতে, অষ্টম উইকেটে।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মাধেভেরে। ৩৩ রান আসে জঙ্গুয়ের ব্যাট থেকে।
আগামী বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

শ্রীলংকায় মোস্তাফিজের ‘অন্যরকম’ ফিফটি