জুমবাংলা ডেস্ক: জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জিম্বাবুয়েকে তাদের মাঠে দারুণ নৈপুণ্যে হোয়াইটওয়াশ করেছে টাইগার একাদশ। প্রমাণ হয়েছে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন পরাক্রমশালী শক্তি। ক্রিকেট দলের এই গৌরবোজ্জল জয় জাতির জন্য অনন্য ঈদ উপহার।
তিনি আশা প্রকাশ করে বলেন, সফরের টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের বিজয়ের ধারা অব্যাহত থাকবে।
জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।