জিম্বাবুয়েকে ৩০৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টপ অর্ডারের চার ব্যাটারের নির্ভার ব্যাটিংয়ে ৩০৩ রানের পাহাড়সমান সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ৩০৪ রান।

ফিফটির পর ওয়ানডেতে আট হাজার রান স্পর্শ করেন তামিম। পরে ৫ রান যোগ করতেই রাজার শিকার হয়ে ফেরেন তিনি। অন্য ওপেনার লিটন দাস দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু সাইড স্ট্রেইন ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এরপর এনামুল-মুশফিকের ব্যাটে ছুটছিল সফরকারীরা।

এনামুল হক ৬২ বলে ৭৩ রান করে আউট হন। মুশফিকের সঙ্গী হতে খেলতে নামেন মাহমুদুল্লাহ। মুশফিকও ৪৯ বলে ৫২ রানে এবং মাহমুদুল্লাহ ১২ বলে ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।   লিটন ৮৯ বলে ৮১ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন। তামিম আউট হয়েছেন ৮৮ বলে ৬২ করে।

এর আগে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে নাজমুল শান্তকে বাইরে রেখে একাদশ গঠন সাজানো হয়। তার জায়গায় খেলছেন এনামুল হক।

২০১৯ সালের পর বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পেলেন এনামুল। চোট পাওয়া নুরুল হাসানের জায়গায় ফিরেছেন মুশফিকুর রহিম।

দুই দলের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। অতীতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৭৮ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। এর মধ্যে বাংলাদেশ জয় পায় ৫০টিতে আর ২৮টিতে জয় পায় জিম্বাবুয়ে।