ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় টিভি সিরিজ Man vs Wild–এর উপস্থাপক বেয়ার গ্রিলসকে চেনে না এমন মানুষ খুব কমই আছেন। বেয়ার গ্রিলস একাধারে একজন ব্রিটিশ অভিযাত্রী, লেখক ও টেলিভিশন উপস্থাপক। তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস।
এডওয়ার্ড মাইকেল গ্রিলসের বড়বোন লারা ফসেট তার জন্মের সপ্তাহ-দশেক দিনের মধ্যেই তাকে বেয়ার নামে ডাকা শুরু করেছিলেন। সেই থেকে তিনি বেয়ার গ্রিলস নামেই পুরো বিশ্বে পরিচিত হন। ১৯৭৪ সালের ৭ জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি। তার বাবা মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল ইয়ার্ডস স্কোয়াড্রন সেইলর।
বিয়ারের মায়ের নাম লেডি গ্রিলস। বেয়ার গ্রিলস ইটন হাউস, লুডগ্রুভ স্কুল, ইটন কলেজে শিক্ষা লাভ করেন। পরে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন তিনি। কৈশোরেই গ্রিলস স্কাইডাইভিং এবং কারাতে শেখেন। গ্রিলস ইংরেজি, স্প্যানিশ এবং ফরাসি ভাষা জানেন।
বিয়ার গ্রিলস ২০০০ সালে সারা গ্রিলসকে বিয়ে করেন। জেস, মার্মাডিউক এবং হাক্লবেরি নামে তাদের ঘরে তিন ছেলে রয়েছে। শিক্ষা জীবন শেষে গ্রিলস ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ইউনাইটেড কিংডম স্পেশাল ফোর্স রিজার্ভে কাজ করেন। স্পেশাল এয়ার সার্ভিসে তিনি ১৯৯৬ পর্যন্ত তিন বছর কাজ করেন।
সে বছরই জাম্বিয়ায় একটি প্যারাশুট দুর্ঘটনার সম্মুখীন হয়ে গ্রিলসের মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে যায়। ডাক্তার বলেছিলেন তিনি আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু তিনি সকল বাধা অতিক্রম করে সুস্থ হয়ে ওঠেন এবং শৈশবের স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করেন।
২০০৪ সালে বেয়ারকে রয়্যাল ন্যাভাল রিসার্ভের লেফটেন্যান্ট কমান্ডার সম্মান প্রদান করা হয়। ২০১৩ সালে তাকে লেফটেন্যান্ট কর্নেল অব রয়্যাল মেরিন রিজার্ভ পদে সম্মান দেয়া হয়। ২০২১ সালের জুন মাসে ব্রিটিশ সেনাবাহিনীর কর্নেল উপাধিতে ভূষিত হন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।