অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক নতুন এক উদ্যোগ ‘বাংলা অরিজিনালস’ প্রজেক্টের সূচনা করছে। এই প্রজেক্টের প্রথম গান ‘ময়না’ প্রকাশ পাচ্ছে ২৪ জুলাই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার।
ভিডিওতে মডেল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। তার সঙ্গে কমেডি ধাঁচে রোমান্স নিয়ে হাজির হবেন অভিনেতা-নির্মাতা শরাফ আহমেদ জীবন। দুজনের লুক এরইমধ্যে প্রকাশ হয়েছে। সেগুলো নেটিজেনদের বেশ মনে ধরেছে। নতুন জুটির কেমিস্ট্রি কেমন হবে সে নিয়ে চলছে আলোচনাও।
কলকাতার আকাশ সেন গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন। আর গানের কথা লিখেছেন জনপ্রিয় গীতিকবি আসিফ ইকবাল। ঢাকার এফডিসিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।
ভিডিওতে বুবলীর গ্ল্যামারাস উপস্থিতি ও শরাফ আহমেদ জীবনের অ্যাকশনধর্মী লুকে ধরা পড়েছে এক ভিন্নধর্মী রোমান্স। বিশেষ করে একটি দৃশ্যে জীবনের হাতে বন্দুক, আর তার সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল বুবলীকে দেখা যাচ্ছে। অনুমান করা যাচ্ছে এটি হতে যাচ্ছে একটি পার্টি গান। যেখানে একজন ডন চরিত্রে জীবন হাজির হবেন প্রেমিকা বুবলীর সঙ্গে।
বুবলী এই গানে অংশ নেয়া প্রসঙ্গে বলেন, ‘এটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা শুনেই মনে হয়েছে, স্টেজে পারফর্ম করার মতো একটি হাই-এনার্জি সং। সিনেমার গানে তো নেচেছি বহুবার, কিন্তু শুধুই একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একদম নতুন। এক কথায় বলতে পারি, এটা আমার ‘পার্সোনাল পার্টি সং’।’
অন্যদিকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘এই সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা বুবলীর সঙ্গে একই গানে পারফর্ম করা ছিল অসাধারণ অভিজ্ঞতা। গানটা যেমন কালারফুল তেমনি দর্শকদের জন্য দারুণ বিনোদনমূলক। বন্দুক, নাচ আর রোমান্স; সবকিছুই একসঙ্গে ধরা দিয়েছে এতে।’
গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু, আর নৃত্য পরিচালনা করেছেন নিলয়।
গান নিয়ে কণ্ঠশিল্পী কোনাল বলেন, ‘আসিফ ভাই সাধারণত সিরিয়াস রোমান্টিক গান লেখেন। ‘ময়না’ একদম ভিন্ন। গানটা শুনেই বুঝেছি, এটা একটা পার্টি ব্লাস্টার! গাইতে রাজি হয়ে যাই এক কথায়।’
https://inews.zoombangla.com/net-dunia-te-jhhor/
চোখ ধাঁধানো কোরিওগ্রাফি, বুবলী-জীবনের রোমান্টিক রসায়ন আর পার্টি মিউজিক মিলিয়ে ‘ময়না’ হয়ে উঠতে যাচ্ছে এবারের গ্রীষ্মের হিট মিউজিক ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।