স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে নিজের সাফল্যের পেছনে স্ত্রী আনুশকা শর্মাকে কৃতিত্ব দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের সঙ্গে এক সাক্ষাৎকারে এই তারকা ক্রিকেটার বলেছেন, ক্রিকেটের বাইরে তার কাছে বড় আশীর্বাদ আনুশকাকে স্ত্রী হিসেবে পাওয়া!
অ্যান্টিগা টেস্ট শুরু হওয়ার আগে ভিভ ও কোহলি একটি সাক্ষাৎকারে মিলিত হন। তাদের আলাপচারিতার ভিডিওর দ্বিতীয় কিস্তি আপলোড করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ওয়েবসাইটে। সেখানেই নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কোহলি।
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সেরা এই ব্যাটসম্যানকে তার দাম্পত্য জীবনের প্রতি ইঙ্গিত করে ভিভ বলেন, “কোহলি, তুমি আগের যেকোনো সময় থেকে এখন ভালো খেলছ। অনেকের পক্ষেই নিয়মিত এত ভালো খেলা সম্ভব হয় না। কিন্তু তোমার ক্ষেত্রে মনে হচ্ছে জীবনের উভয় দিক (ব্যক্তিগত ও পেশাগত) উপভোগ করছ তুমি।”
ভিভের এই কথা শেষ হতেই স্ত্রী আনুশকাকে প্রশংসায় ভাসিয়ে দেন কোহলি, “আসলে, ক্রিকেটের পাশাপাশি, আমি মনে করি, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এটাই (আনুশকাকে স্ত্রী হিসেবে পাওয়া)। জীবনসঙ্গী হিসেবে একজন সঠিক মানুষ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে নিজেও একজন পেশাদার মানুষ। ও খুব ভালো বুঝতে পারে আমার জায়গাটা। ও আমাকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে।”
আনুশকাকে বিয়ে করার পর ব্যক্তিত্বেরও উন্নতি ঘটেছে বলেও জানিয়েছেন কোহলি, “বিয়ের পর আমি যে জিনিসটা শিখেছি, তা হলো আপনি যদি আপনার ব্যক্তিগত জীবনে সঠিক কিছু করতে চান, সঠিক কিছু অর্জন করার জন্য আপনার যে মানসিকতা ও ব্যক্তিত্ব গড়ে ওঠে, আমার মনে হয় সেটা মাঠের মধ্যেও সফল হতে সহায়তা করে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।