
রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছায় জীবন্ত কৈ মাছ গলায় আটকে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতদরগা বাজারস্থ হরিচরণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ওসি রেজাউল করিম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘মৃত পাভেল রহমান (১৩) হরিচরণপাড়া গ্রামের প্রবাসী আব্দুল আউয়াল মিয়ার ছেলে। সে পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।’
Advertisement
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২ টায় প্রতিবেশী আজিজুর রহমানের অটো রাইস মিলের হাউজে শখের বসে মাছ শিকার করতে যায়। এসময় সে একটি কৈ মাছ শিকার করে মুখে কামড় দিয়ে ধরে রাখে। এই অবস্থায় সে আরও একটি মাছ শিকারের চেষ্টা করে। এসময় মুখে রাখা জীবন্ত কৈ মাছটি পিছলে গলার ভিতরে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।