জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটে দুবাই থেকে সিলেটে আসা মোমিন উদ্দিন মামুনের জুতার ভেতর থেকে ২২টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।
মঙ্গলবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। মোমিন উদ্দিন মামুন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ইনছান আলীর ছেলে।
পরে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কাস্টমসের যু্গ্ম কমিশনার মিনহাজ উদ্দিন।
তিনি জানান, সকাল পৌনে ৯ টার দিকে দুবাই থেকে আসা বিজি ২৪৮ ফ্লাইট সিলেটে অবতরণ করে। আমাদের কাছে খবর ছিল, বিমানে করে সোনার বার নিয়ে এসেছে চোরাকারবারিরা। বিমানের মধ্যেই যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী শুল্ক গোয়েন্দারা।
এসময় মোমিন উদ্দিন মামুন এ কাজে সহযোগিতা না করে উল্টো চটে যান। দুর্ব্যবহার করেন শুল্ক গোয়েন্দাদের সাথে। তার এমন আচরণে সন্দেহ আরো তীব্র হয়। তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার পায়ের জুতোর ভিতরে অভিনব পদ্ধতিতে আটকানো অবস্থায় ২২টি সোনার বার উদ্ধার করা হয়। প্রায় আড়াই কেজি ওজনের এসব বারের মূল্য কোটি টাকারও উপরে।
এ বিষয়ে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত সোনার বার বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দেয়া হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।