কিংবদন্তি গায়ক জুবিন গর্গ এর মৃত্যুর পর তার ৫৩তম জন্মদিনে আজও শোকে মূহ্যমান তার অগণিত অনুরাগী, বিশেষত আসামের মানুষ। স্বামীর জন্মদিনে স্ত্রী গরিমা আবেগঘন পোস্ট মুহূর্তেই নজর কেড়েছে সবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জুবিনের সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন গরিমা। ক্যাপশনে গরিমা লিখেছেন, ‘জন্ম জন্মান্তরে আমি আমাদের কাহিনী লিখে যাবো, ভালো থেকো জুবিন।’
স্ত্রীর পরিচয়ের বাইরেও গরিমা সাইকিয়া ছিলেন জুবিনের ভালো বন্ধু। শিল্পীর জীবনের বহু উত্থান-পতনের সাক্ষী তিনি। এদিকে, জুবিনের শেষ সিনেমা ‘রই রই বিনালে’কে মুক্তির আলো দেখাতে প্রয়াত স্বামীর মৃত্যুর পরও দিনরাত এক করে কাজ করে চলেছেন গরিমা।
প্রসঙ্গত, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গিয়ে মৃত্যু হয় জুবিনের। ওই অনুষ্ঠানে তার পারফর্ম করার কথা ছিল। গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও জানা যায়, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



