জুমবাংলা ডেস্ক : জুলাই আন্দোলন পরবর্তী দেয়ালচিত্র ও গ্রাফিতি নিয়ে ‘জুলাইয়ের দেয়ালচিত্র-দেশসংস্কারের শ্লোগান’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইনজীবী এবং এ্যাকটিভিস্ট মানজুর আল মতিন পিতম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম, আলোকচিত্রী রুছেলীখান ঝুম্পা এবং আলোকচিত্রী মনজুর হোসেন।
আলোচনা ও পরিচিতি সভায় বক্তারা জুলাই আন্দোলন ও বইয়ের গুরুত্ব সম্বন্ধে তুলে ধরেন। সর্বোপরি বইটি অনেক গুরুত্ব বহন করবে বলে মনে করেন।
বাংলাদেশের ইতিহাসে ২০২৪ একটি মাইলফলক। ৩৬ জুলাই বা ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে হার মেনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার শাসনামলে জনগনের কথা বলার অধিকার ছিল না, ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট সহ নানা নিপিড়নমূলক রাষ্ট্রীয় জুলুমের মাধ্যমে জনগণের কথা বলার অধিকার সীমিত করা হয়।
৫ অগাস্ট সরকার পতনের পর বাংলাদেশের ছাত্র সমাজ তাদের অধিকারের কথা, সাম্প্রদায়িক সম্প্রীতি, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে নতুন রাষ্ট্র কাঠামো তৈরীর কথা, দেয়াল লিখনের মাধ্যমে তুলে ধরে। যা একটা বিরল ঘটনা। ঢাকাসহ পুরো দেশের আনাচে-কানাচে পর্যন্ত ছড়িয়ে থাকা এ দেয়াল লিখনগুলো (অনেকে গ্রাফিতি বলছেন) বাংলাদেশের গণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে।
কোটাবিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে ছাত্র থেকে শ্রমজীবি, নারী থেকে আদিবাসী সকল স্তরের মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছিল। এই অভূতপূর্ব ইতিহাসের অংশ হিসেবে একটি ক্ষুদ্র দলিল তৈরী করার চেষ্টা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।