এ বছরের জুলাই মাসে কোয়ালকম তাদের নতুন ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ানকে পুরো বিশ্বের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। Antutu প্রত্যেক মাসের পারফরম্যান্স ভিত্তিক সেরা এন্ড্রয়েড ফোনের তালিকা প্রকাশ করে থাকে। এবছরের সেরা দুটি স্মার্টফোন এই নতুন ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা পরিচালিত হচ্ছে।
Antutu এর প্রকাশ করা রিপোর্টে দেখা যায় জুলাই এর সেরা দুটি স্মার্টফোন হচ্ছে ROG Phone 6 Pro এবং Asus Zenfone 9। ROG Phone সিক্স প্রো স্মার্টফোনে ১৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ROG Phone 6 Pro ১.১ মিলিয়ন পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে। আসুস জেনফোন নাইন ১ মিলিয়নের বেশি পয়েন্ট অর্জন করতে পেরেছে।
নুবিয়া রেড ম্যাজিক ৭ স্মার্টফোন তৃতীয় অবস্থানে রয়েছে। এই স্মার্টফোনে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সাব-ফ্ল্যাগশিপ স্মার্টফোনের র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে Antutu। এখানে ওয়ানপ্লাস টেন আর ফাইভ-জি ও অপো রেনো ৮ প্রো ৫জি যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ দুইটি স্মার্টফোনে ডায়মেনসিটি 8100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। দুইটি স্মার্টফোন ৭৫ হাজারের উপরে স্কোর করতে সক্ষম হয়েছে।
মিড রেঞ্জ স্মার্টফোনের তালিকায় Nothing Phone One এবং IQOO Z 5G স্মার্টফোন প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। দুটি স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্লাস প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। নাথিং ফর ওয়ান স্মার্টফোনটির স্কোর ছিল ৫৭ হাজারের উপরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।