‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রবিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের খ্যাতনামা আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক এবং ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
সভায় ইতোপূর্বে আলোচিত সুপারিশগুলো বিস্তারিতভাবে পুনঃপর্যালোচনা করা হয়। কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মো. আইয়ুব মিয়া।
এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-কে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কৌশল ও পদক্ষেপসমূহ নির্ধারণে একমত হন। এই আলোচনার মাধ্যমে সনদটির কার্যকর বাস্তবায়নের পথে কমিশন আরও এক ধাপ এগিয়ে গেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।