Advertisement
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রোববার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শুরু হবে বেলা সাড়ে ১১টায়।
কমিশনের মূল লক্ষ্য থাকবে সনদ বাস্তবায়নের উপায় ও রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য কতটা কমেছে তা পর্যালোচনা করা। চাইলে দলগুলো বিশেষজ্ঞদের পরামর্শও কমিশনের কাছে প্রস্তাব আকারে উপস্থাপন করতে পারবে।
এর আগে সকাল ১০টায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন।
জুলাই জাতীয় সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব রয়েছে। যদিও সনদের খসড়া চূড়ান্ত হয়েছে, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি, তাই সনদটি কার্যকর হয়নি। এর আগে ১১–১৭ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনের আলোচনায়ও ঐকমত্যে পৌঁছানো যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।