জুলাইয়ে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা, সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কায় বসবে যুব বিশ্বকাপের পরবর্তী আসর। বিশ্ব আসরের আগে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবাদের বিপক্ষে লড়তে জুলাইয়ে বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকার যুব দল। সিরিজটি অনুষ্ঠিত হবে খুলনা এবং রাজশাহীতে।

সোমবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করে বিসিবি। সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ খেলতে ৩ জুলাই বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকার যুবারা।

বাংলাদেশে পা রেখে সফরকারীরা চলে যাবে ম্যাচ ভেন্যু খুলনায়। সেখানে ৪ ও ৫ জুলাই অনুশীলন করবে তারা। এরপর ৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের যুবাদের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়া যুবারা। ৯ এবং ১১ জুলাই সিরিজের বাকি দুইটি ওয়ানডে ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

প্রথম তিন ওয়ানডের পর শেষ দুই ম্যাচের জন্য ১২ জুলাই রাজশাহী যাবে সফরকারীরা। ১৪ জুলাই সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নামবে এই দুই দল। সর্বশেষ ওয়ানডে ম্যাচে দুই দল মুখোমুখি হবে ১৭ জুলাই। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে ১৮ জুলাই বাংলাদেশ ছাড়বে প্রোটিয়া যুবারা।

মহাকাশে উন্মোচিত বিশ্বকাপের ট্রফি, যেদিন আসছে ঢাকায়