জুমবাংলা ডেস্ক : ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার। যা বছরের ভিত্তিতে ৫ দশমিক ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ডলার। জুলাই মাসে রেমিট্যান্স কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ।
Advertisement
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উল্লেখ করেছেন যে জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমে গেলেও অন্যান্য মাসের তুলনায় তা ভালো।
বিবির মুখপাত্র মোঃ সারোয়ার হোসেন বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা জুন মাসে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন।
এছাড়া বাংলাদেশি প্রবাসীরা গত অর্থবছরে (জুন-জুলাই) ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরে এটি ছিল ২১ দশমিক ০৩ বিলিয়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।