স্পোর্টস ডেস্ক: আগামী জুলাইয়ে মাঠে ফুটবল ফেরাতে একমত পোষণ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এবং ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ)। খবরটি জানায় স্প্যানিশ মাধ্যম, ক্যাদেনা সার।
উয়েফা এবং ইসিএ’র আলোচনার পর জানা যায়, জুলাইয়ের মধ্যে ইউরোপের শীর্ষ ৫ লিগ শেষ করতে চায় তারা। এরপর আগস্টে শুরু হবে করোনার কারণে স্থগিত করা উয়েফা চ্যাম্পিয়নস লিগ টুর্নামেন্ট।
উয়েফা এবং ইসিএ’র লক্ষ্য, চলতি মৌসুমটি যে করেই হোক শেষ করা। তবে এখনই সব সিদ্ধান্ত চূড়ান্ত করছে না কোনও পক্ষই। সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি নিয়ে ভাবা হচ্ছে। আপাতত কীভাবে আয়োজন করলে সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হবে এবারের মৌসুম তা নিয়েই ভাবছে ক্লাব অ্যাসোসিয়েশন এবং উয়েফা।
উয়েফা এবং অ্যাসোসিয়েশনের মধ্যে চলা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, ফুটবল মাঠে ফিরবে, তবে তা বন্ধ দরজায়। অর্থাৎ দর্শকশূন্য মাঠে ফুটবল ফেরাতে সম্মতি প্রকাশ করেছে দু’পক্ষ। সংক্রমণ এড়াতে ফুটবল ফিরলেও তা দর্শকশূন্য মাঠেই ফিরবে।
আর এমন পরিস্থিতিতে আসতে পারে নিয়মের বেশ কিছু পরিবর্তনও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা ইউরোপা লিগের নক আউট পর্বের ম্যাচ এক লেগের এবং নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বলেই দাবি করেছে ক্যাদেনা সার।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.