স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে সতর্ক থেকেই মাঠে নামতে চায় ইংল্যান্ড-ভারতের মতো ক্রিকেটীয় দলগুলো। আর তাই সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে ফের খেলার মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল।
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার কথা ভাবছে দুই দল। এ জন্য অনুশীলন করে সেই মাসেই নিজেদের প্রস্তুত করে নেবে তারা। তবে এর আগে ভারতীয় দলকে কোয়ারেন্টিনে থাকার নিয়ম মেনে চলতে হবে।
শ্রীলঙ্কার সেই প্রস্তাবের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, দেখুন, পুরো বিষয়টা দেখছে দুই বোর্ডের প্রশাসন। লকডাউন শিথিল করার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেয় অথবা বিদেশ সফরে ছাড় দেওয়া হবে কিনা তখনই জানা যাবে। তবে ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে সমস্যা না থাকলে আমাদের এই সফর নিয়ে আপত্তি নেই।
দুই মাস ক্রিকেটের বাইরে রয়েছেন বিরাট কোহলিরা। গৃহবন্দী সময় পাড় করছেন তারা। এ অবস্থায় ভারতীয় সরকার অনুমতি দিলেই অনুশীলনের জন্য তাদের মাঠে নামানো হবে।
এরপর প্রশাসনের অনুমতি পেলে অস্ট্রেলিয়া সফরেও ভারতকে পাঠাতে রাজি আছে বিসিসিআই। তবে স্বাস্থ্যগত কোনও ঝুঁকি নিতে রাজি নয় তারা। একই সঙ্গে করোনার কারণে বিরাট আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার কথাও আছে বোর্ড কর্তাদের মাথায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।