প্রবাস ডেস্ক : চলতি বছরের ১১ জানুয়ারি বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে নিজ ফ্ল্যাটের বেডরুমে খু*ন হন তিন সন্তানের জননী আসমা বেগম। সিলেটের সুনামগঞ্জ সদর উপজেলার আটঘর গ্রামের মেয়ে আসমা বেগমকে (৩১) বিয়ে করে ২০০৭ সালে লন্ডনে নিয়ে আসেন তার স্বামী জালাল উদ্দীন। বুধবার লন্ডনে তার বিরুদ্ধে স্ত্রী হ*ত্যার অভিযোগ গঠন করা হয়েছে।
পপলারের সিটি আইসলেন্ড ওয়ের একটি কাউন্সিল ফ্লাটে স্বামী সন্তানদের নিয়ে বসবাস করতেন তিন সন্তানের জননী আসমা বেগম। আসমার স্বামী রেস্টুরেন্টের শেফ জালাল উদ্দীন ধীরে ধীরে জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন আসমা বেগম এবং তার ঘাতক স্বামী জালাল উদ্দীন জুয়া খেলায় টাকা খোয়ানো নিয়ে ঝগড়া করে। পরের দিন সকালে আবার ঝগড়া চলাকালে জালাল উদ্দিন স্ত্রী আসমার ওপর ছুরি নিয়ে চড়াও হয়ে তাকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে খুন করে।
নি*হত আসমা বেগমের স্বজনরা জানান, জালাল পেশাদার জুয়াড়ী ছিলেন। জুয়ার অর্থ জোগাতে সন্তানদের চাইন্ড বেনিফিটের টাকাও তিনি কেড়ে নিতেন স্ত্রীর কাছ থেকে। আসমা বিভিন্ন সময় স্বামীকে জুয়ার নেশা থেকে ফেরাতে বহু চেষ্টা করেও ব্যর্থ হন। তবে স্বজনরা জানিয়েছেন, ওইদিন (১১ ফেব্রুয়ারি) বেলা দুইটা থেকে চারটা পর্যন্ত আসমা ও তার ঘাতক স্বামী জালাল ঘরে ছিলেন। এ সময়ের মধ্যেই আসমাকে নির্যাতন চালিয়ে হত্যা করে মরদেহ বেডরুমের ওয়ারড্রোবে ঢুকিয়ে দেন জালাল।
প্রসিকিউটর জানান, লন্ডনের জুয়া ঘর উইলিয়াম হিল এর পূর্ব লন্ডনের একটি শাখায় জালাল উদ্দীন নিয়মিত যাতায়াত ছিল। সেখানকার লোকজন তাকে ‘এ্যাংরি ইন্ডিয়ান’ বলে জানতেন। সে একবারে জুয়ার মেশিনে ১০০০ পাউন্ড পর্যন্ত হারতেন।
স্ত্রীকে ৫৮ বার ছু*রিকাঘা*ত করে হ*ত্যার দায় স্বীকার করে নিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি জালাল উদ্দীন (৪৭)। শুনানিতে জালাল আদালতকে বলেছেন, তার জুয়া খেলার আসক্তির বিষয়টি দ্বিতীয় স্ত্রী আসমা বেগমের কাছে ধরা পড়ে যায়।
মামলার শুনানিকালে প্রসিকিউটর ডেনিয়েল রবিনসন কিউসি আদালতকে বলেন, তিন সন্তানের জননী আসমা বেগমকে ছু*রি দিয়ে জঘন্যভাবে আ*ঘাত করা হয় অন্তত ৫৮ বার। পোস্টমর্টেমের সময়ে ডাক্তাররা আসমা বেগমের শরীরে মোট কতটা আঘাতের চিহ্ন রয়েছে তা পুরোপুরি গণনা করতে পারেননি বলেও কোর্টকে জানান রবিনসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।