স্পোর্টস ডেস্ক : গুরুত্বহীন এক ম্যাচে আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজ। দু’দলই আরও আগে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় শুধুমাত্র নিয়ম রক্ষার্থে মাঠে নামতে যাচ্ছে তারা। তবে নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নিতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, এবারের বিশ্বকাপের প্রথম জয় তুলে নিতে বদ্ধপরিকর আফগানিস্তানও।
ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিং য়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্দিজের অধিনায়ক জেসন হোল্ডার
চলুন এবার এক নজরে এই দু’দলের এমন দুই তারকা সম্পর্কে জেনে নেয়া যাক, যারা তাদের দলকে এনে দিতে পারেন কাঙ্ক্ষিত সফলতা :
মুজিব উর রহমান (আফগানিস্তান) : এবারের বিশ্বকাপের প্রায় প্রতিটা ম্যাচেই নতুন বল হাতে তুলে নিয়েছিলেন মুজিব। ১৮ বছর বয়সী এই স্পিনার দলের অপরিহার্য এক অংশ। ব্রেক-থ্রু এনে দিতে তার জুড়ি মেলা ভার। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপের সামনে তাই গুলবদিন নাইবের তুরুপের তাস হতে চলেছেন ওই মুজিবই।
শাই হোপ : বিশ্বকাপের আগে রানের ফুলঝুরি ছোটানো এই ব্যাটসম্যান, বিশ্বকাপে এসে বলার মতো কিছুই করতে পারেননি। ব্যাটসম্যানদের আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে চারে থেকে বিশ্বকাপ শুরু করলেও এখন পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৯৭ রান। তাই দলের হয়ে শেষ ম্যাচে ভালো করতে মরিয়া হয়ে আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মূলত, তার সলিড ব্যাটিং দলকে ভালো এক সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করতে পারে। শেষ ম্যাচে জয় পেতে তাই উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার এখন হোপের দিকেই ‘হোপ’ (আশা) করে আছেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ (ডব্লু), শিমরন হ্যাটমিয়ার, নিকোলাস পুরন, জেসন হোল্ডার (সি), কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান এলেন, শেলডন কোটরেল, ওশেন থমাস, কেমার রোচ
আফগানিস্তান একাদশ: রহমত শাহ, গুলবদীন নাঈব (সি), আসগর আফগান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শিনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলী খিল (ড।), রশিদ খান, দৌলত জাদরান, সাঈদ শরীজাদ, মুজিব উর রহমান
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel