জুমবাংলা ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অস্থায়ী আটটি হাটের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসব অস্থায়ী হাটের মধ্যে বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগর ব্লক বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গায় বসতে যাওয়া হাটের সর্বোচ্চ ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৬ হাজার ৬০ টাকা। এছাড়া ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গায় বসতে যাওয়া হাটের ইজারা মূল্য সবচেয়ে কম নির্ধারণ করা হয়েছে। এর ইজারা মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৬০ টাকা।
অস্থায়ী ৮ হাটের মধ্যে ভাটারা (সাইদ নগর) সংলগ্ন খালি জায়গায় বসা হাটের ইজারা মূল্য ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার ২৬৭ টাকা, উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর বউ বাজার এলাকার খালি জায়গা ১ কোটি ২০ লাখ, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগর ব্লক বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গা ১ কোটি ৫১ লাখ ৬ হাজার ৬০ টাকা ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে।
মিরপুর সেকশন ৬, ওয়ার্ড ৬ এর খালি জায়গায় হাটের ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার ৫৬০ টাকা, মোহাম্মদপুরের বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা ২৯ লাখ ৭৫ হাজার টাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠের খালি জায়গা ৬০ লাখ ৬৩ হাজার ২০০ টাকা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা ২৪ লাখ ৫০ হাজার টাকা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গায় হাটের ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৬০ টাকা।
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম জানিয়েছেন, এই ৮টি অস্থায়ী হাটের ইজারার সরকারি এসব মূল্য ছাড়াও প্রতিটি হাটের জন্য অফেরতযোগ্য শিডিউল মূল্য রাখা হয়েছে। পাশাপাশি প্রতিটি হাটের ইজারা মূল্যের শতকরা ৫ টাকা পরিচ্ছন্নতা ফি ধরা হয়েছে। এসব অস্থায়ী হাটের ইজারার মেয়াদকাল হবে ঈদের দিনসহ মোট ৫ দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।